যদি বিশ্বাস করে আমায়,
তুমি নেমে আসো রাস্তায়
জেনো আছি দাড়িয়ে ঠিক মোরে,
জেনো আছি দাড়িয়ে ঠিক মনে।
যদি নিঃশ্বাস নেয়ার একটা
খোলা শষ্যক্ষেত্র চাও,
জেনো আছে তা আমার বুক ভেতরে,
জেনো আছে তা আমার বুক ভেতরে।
বিশ্বাস রাখো তোমার, চৌকাঠে দরজায়,
বসন্ত অপার, আসছে গুটি গুটি পায়।
যদি বিশ্বাসটুকু করো,
এই আকাশ মধ্যে ওড়ো।
জেনো উড়ছি আমিও, মেঘ ওপরে,
জেনো উড়ছি আমিও, মেঘ ওপরে।
যার বিশ্বাসটুকু ভাসে, হৃদ মেঘ মেঘান্তরে
তার অখণ্ড আকাশে, যে সত্যি ভালোবাসে।
যদি বিশ্বাসটুকু করো,
এই আকাশ মধ্যে ওড়ো।
জেনো উড়ছি আমিও, মেঘ ওপরে,
জেনো উড়ছি আমিও, মেঘ ওপরে।
যদি বিশ্বাস করে আমায়,
তুমি নেমে আসো রাস্তায়
জেনো আছি দাঁড়িয়ে ঠিক মোরে,
জেনো আছি দাঁড়িয়ে ঠিক মনে।
যদি নিঃশ্বাস নেওয়ার একটা
খোলা শষ্যক্ষেত্র চাও,
জেনো আছে তা আমার বুক ভেতরে,
জেনো আছে তা আমার বুক ভেতরে।
Jodi bisshash kore amay,
Tumi neme asho rastay
Jeno achi dariye thik more,
Jeno achi dariye thik mone.
Jodi nisshash newar ekta
Khola shosshokhetro chao,
Jeno ache ta amar buk bhetore,
Jeno ache ta amar buk bhetore.
Bisshash rakho tomar, choukathe dorjay,
Boshonto opar, ashche guti guti paay.
Jodi bisshash-tuku koro,
Ei akash moddhe uro.
Jeno urchi amio, megh upore,
Jeno urchi amio, megh upore.
Jar bisshash-tuku bhashe, hrid megh meghantore
Tar okhondo akashe, je shotti bhalobashe.
Jodi bisshash-tuku koro,
Ei akash moddhe uro.
Jeno urchi amio, megh upore,
Jeno urchi amio, megh upore.
Jodi bisshash kore amay,
Tumi neme asho rastay
Jeno achi dariye thik more,
Jeno achi dariye thik mone.
Jodi nisshash newar ekta
Khola shosshokhetro chao,
Jeno ache ta amar buk bhetore,
Jeno ache ta amar buk bhetore.