Bangladesh Lyrics (বাংলাদেশ লিরিক্স): Amar Sonar Bangla Song Is Sung by James, and has music by Prince Mahmud while Rabindranath Tagore has written Bangladesh by James Lyrics.
Song : Bangladesh Lyrics by James
Singer : James
Cover Version: Noble Man
Lyrics : Price Mahmud
Bangladesh Lyrics
- বাংলাদেশ লিরিক্স
- Bangladesh Lyrics
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সোহরাওয়ার্দী, শের-ই-বাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি
তুমি জসিম উদ্দিনের নকশী কাঁথার মাঠ
মুঠো মুঠো সোনার ধুলি
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ
তুমি শহীদ মিনারে প্রভাতফেরীর, ভাই হারা একুশের গান
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছ তুমি মাগো
তাই তোমায় ভালোবাসি
আমার প্রাণের বাংলা
আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মা তোকে
বড় বেশি ভালোবাসি
তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা, উন্নত মম শির
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ঠ বীর
তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্মা নদীর টান
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণিত চুরির ধার
তুমি জয়নুল আবেদিন, এস এম সুলতানের রংতুলির আঁচড়
শহীদুল্লা কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সে ভোর
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছ তুমি মাগো
তাই তোমায় ভালোবাসি
আমার প্রাণের বাংলা
আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মাগো তোকে
বড় বেশি ভালোবাসি
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
তুমি বাঙালির গর্ব, বাঙালির প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ সুমধুর
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামে সোনা ঝরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার, অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছ তুমি মাগো
তাই তোমায় ভালোবাসি
আমার প্রাণের বাংলা
আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মাগো তোকে
বড় বেশি ভালোবাসি
Bangladesh Lyrics in Bangla
Tumi mishrito logno madurir jole bheja kobitay
Acho Sohrawardi, Sher-E-Bangla, Bhashanir sesh icchay
Tumi Bongobondhur rokte agun jola jalamoyi she bhashon
Tumi dhaner sishe mishe thaka Shohid Ziyar shopon
Tumi chele hara ma Jahanara Emamer Ekattorer Dinguli
Tumi Joshim Uddiner Nokshi Kathar Math
Mutho mutho sonar dhuli
Tumi tirish kingba tar odhik lakho shohider pran
Tumi Shahid minare probhat ferrir, Bhai Hara Ekusher Gaan
Amar shonar bangla
Ami tomay bhalobashi
Jonmo diyecho tumi mago
Tai tomay bhalobashi
Amar praner bangla
Ami tomay bhalobashi
Praner priyo mago toke
Boro beshi bhalobashi
Tumi Kobi Nazruler Bidrohi Kobita, Unnoto Momo Shir
Tumi rokter kalite lekha naam, Saat Sreshtho Bir
Tumi shurer pakhi Abbaser, dorod bhora shei Gaan
Tumi Abdul Alimer shorbonasha podda nodir taan
Tumi Sufiya Kamaler kabbo bhashay narir odikar
Tumi shadhin bangla betar kendrer, shanito curir dhaar
Tumi Joynul Abedin, SM Sultaner rong tulir acor
Shohidullah kaysar, Munir Chowdurir notun dekha shei bhor
Amar shonar bangla
Ami tomay bhalobashi
Jonmo diyecho tumi mago
Tai tomay bhalobashi
Amar praner bangla
Ami tomay bhalobashi
Praner priyo mago toke
Boro beshi bhalobashi
Tumi mishrito logno madhurir jole bheja kobitay
Tumi bangalir gorbo, bangalir prem prothom o sesh choway
Tumi Bongobondhur rokte agun jola jalamoyi she bhashon
Tumi dhaner sishe mishe thaka Shohid Ziyar shopon
Tumi ekti fulke bacabo bole beje utho shumodhur
Tumi rage onurage mukti songrame shona jhora shei roddur
Tumi protiti pongu muktijoddar obhimaner shongshar
Tumi krondon, tumi hashi, tumi jagroto Sohid Minar
Amar shonar bangla
Ami tomay bhalobashi
Jonmo diyecho tumi mago
Tai tomay bhalobashi
Amar praner bangla
Ami tomay bhalobashi
Praner priyo mago toke
Boro beshi bhalobashi
Bangladesh Lyrics in English